মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী জেলা পুলিশের উদ্যোগে নাগেশ্বরী থানা পুলিশের সহযোগিতায় কোভিট-১৯ দুর্যোগ মোকাবেলায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে অাজ দুপুরে সাধারণ জনগণেরমাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল সুমন রেজা, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর (ওসি), তদন্ত ওসি পলাশ চন্দ্র সহ থানার অন্যান্য পুলিশ সদস্য। এ ছাড়াও সাংবাদিক মোঃ মজিবর রহমান,পাভেল জামান, জোবায়ের সিদ্দিকী স্বপন, মসলেম উদ্দিন,শফিকুল ইসলাম শফি প্রমুখ। এ সময় বাস,অটো,রিক্সা,ট্রাক,মাইক্রোবা সের যাত্রীসহ পথ যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।