শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রতিবন্ধী মানে প্রতিবন্ধকতা নয় । তাদেরেও রয়েছে বাচাঁর অধিকার। স্বাভাবিক জীবন যাপনের মত পড়াশুনা করে ডা.হওয়ার সপ্ন দেখছে কুড়িগ্রামের নাগেশ্বরী কেরামতিয়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী আশাদুজ্জামান অভি বানিয়া পাড়া হাফিজুর রহমানের সন্তান অভি। অভাবি পরিবারের প্রতিবন্ধী শিক্ষার্থী নিজেকে বেঁচে রাখতে অন্য সাধারন মানুষের মত করে জীবন যাপন গড়তে জন্মের পর থেকে জীবন যুদ্ধে লড়াই করে চলছে। তার চিকিৎসা চলাতে নিঃস্ব হয়েছে তার বাবা, পায়নি কোন সমাধান। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় অর্ধকুটি টাকা যা অভাবি সংষার থেকে সম্ভব নয়। অভিকে বাচাতে সাহায্যেও হাত বারিয়েছে তার বাবা। বর্তমানে শতবাধার পরেও নিজেকে উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠত হওয়ার লক্ষে প্রতিনিয়ত স্কুলে পড়াশুনা চালিয়ে যাচ্ছে, সে বিঞান বিভাগের ৯ম শ্রেনীর শিক্ষার্থী, পড়াশুনা করে ডা. হয়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার সপ্ন দেখছে অভি।উন্নত চিকিৎসার লক্ষে বিভিন্ন সরকারী বে-সরকারী ভাবে সহযোগীতায় কতুপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সমাজ সেবক জাহিদুল ইসলাম, কেরামতিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষসহ অভির বাবা হাফিজুর রহমান।