নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরী উপজেলা পরিষদের গুদাম ঘর থেকে করোনা মহামারীতে প্রধান মন্ত্রীর দেয়া ত্রান উপহার চুরি করায় থানায় মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই মালামালসহ ৪ জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এজাহারকৃত আসামীর নাগেশ্বরী পৌরসভার হাজি পাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র রায়হান কবির আপেল(২৯)।ঘটনায় জড়িত অন্যান্য আসামীরা হল নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া গ্রামের মৃত মনছের আলীর পুত্র মহসীন আলী নাসির(৩৩),আজগর আলীর পুত্র মিন্টু মিয়া(৩৮) ও হোসেন আলীর পুত্র শাহিন মিয়া। ওসি নবিউল ইসলাম জানান, আটককৃতদের আটকের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।