কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কচাকাটায় থানার সামনেই সংকোশ নদীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ীরা।
কেদার ইউনিয়নের টাপুর গ্রামের গোলামুর রহমান ও মকবুল হোসেন অভিযোগ করে বলেন টাপুর গ্রামের সংকোশ নদীতে নির্মানাধীন ব্রীজের অদুরে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছে। এতে আমাদের ফসলি জমি ভেঙ্গে নদীতে পরছে।
একই গ্রামের কছর উদ্দিন ও হোসেন আলী বলেন সংকোশ নদীতে অবৈধভাবে বালু তুলে আমাদের ঘরবাড়ী হুমকির মুখে পরছে।
এ ব্যাপারে কেদার ইউনিয়নের তহশিলদারের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।
এ ছাড়াও নেওয়াশী ইউনিয়নের কাশির ডারা বিলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। হাজীপাড়া গ্রামের কাশেম আলী অভিযোগ করে বলেন ফকিরেরহাট বাজারের পাচশত গজ উত্তরে এবং কাশির ডারায় বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ বালু তুলে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে বালু খেকোরা। প্রশাসনের বরাবরে দরখাস্ত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন