কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের পুর্ব সুখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে (১৬) বলাৎকারের অভিযোগ উঠেছে এবং ওই ছাত্র কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চাকেরকুটি (নতুন বাজার) গ্রামের হতদরিদ্র আবুল কাশেমের পুত্র ও পুর্ব সুখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র (১৬) কে পাশ্ববর্তী প্রভাবশালী আব্দুল আজিজ কারীর পুত্র ও নতুন বাজার টি এম ফার্মাসির প্রোঃ মিনহাজুল ইসলাম মিরা গত ২৩জুলাই রাতে তার বাড়িতে থাকার কথা বলে ডেকে নিয়ে গিয়ে কৌশলে যৌন উত্তেজনা ঔষধ সেবন করায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। মিরার বাড়ি থেকে রাত ১১টায় ওই ছাত্র পালিয়ে বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানায় এবং ভুক্তভোগী ছাত্র ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অতঃপর ভুক্তভোগী ছাত্রকে নিয়ে তার বড় ভাই আশরাফুল আলম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রোগীর অবস্থা অবনতি হলে রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান এবং ২৭জুলাই পর্যন্ত চিকিৎসা শেষে ওই ছাত্র বাড়িতে আসেন। বর্তমানে প্রভাবশালী মিরা ও তার পরিবারের ভয়ভীতি ও হুমকিতে ভুক্তভোগী ছাত্রের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী ছাত্রের পিতা আবুল কাশেম বলেন, পাশ্ববর্তী প্রভাবশালী আব্দুল আজিজ কারীর পুত্র মিনহাজুল ইসলাম মিরা আমার শিশু পুত্রকে তার বাড়িতে রাতে থাকার কথা বলে ডেকে নিয়ে যৌন উত্তেজনা ঔষধ সেবন করায়ে বলাৎকার করেন। পরে আমার পুত্র ভীষণ অসুস্থ হয়ে পড়লে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মিনহাজুল ইসলাম মিরার সাথে (০১৭৬১৭৭৭৯৫৬) মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নাগেশ্বরীর কান্দুরারহাট (হাউসেরহাট) গ্রামে শশুড় বাড়িতে আছি। এ বিষয়ে আমার পরিবার স্থানীয় মুকুল মেম্বার ও কিছু লোকের মাধ্যমে রাতে শালিসী বৈঠক হবে। ক্ষমা করবেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই আশরাফুল আলম বলেন, আমরা দরিদ্র পরিবার। প্রভাবশালী মিনহাজুল ইসলাম মিরা, তার পিতা আব্দুল আজিজ কারী সহ তাদের দলবলের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের মামলা করতে দিচ্ছে না। এমনকি তাদের ভয়ে বাড়ি থেকে বাহির হতে পারছি না। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।