মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নাগেশ্বরী মুক্তমঞ্চে উপজেলা পর্যায়ে আজ ৫ই জুন সারাদিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নিবার্হী কর্মকর্তা নুর আহমেদ মাসুম, প্রানী সম্পদ অফিসার রফিকুল আলম, ভেটেরিনারী সার্জন ডাক্তার কে.এম ইফতেখারুল ইসলাম প্রমুখ। বিভিন্ন গরুখামারীরা এ অনুষ্টানে অংশগ্রহণ করে। এ ছারাও স্থানীয় অন্যান্য খামারী ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাডাগরিতে খামারীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *