নাগেশ্বরী প্রতিনিধি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদুৎ পাড়া স্পর্টিং ক্লাব ও রংপুর বিভাগীয় এসএসসি ব্যাচ ৯৫ এর আয়োজনে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী ফুটবল মাঠে ২২ অক্টোবর বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ব্যাচ ৯৫ বনাব এফসি দল নাগেশ্বরী। খেলায় বিজয় অর্জন করেন এফসি দল। বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, শিক্ষক সমিতির সভাপতি কে এম আনিছুর রহমান, নাগেশ্বরী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল, বন বিভাগ কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহীন,খেলা পরিচালনা করেন হরস চন্দ্র বর্মন ফন্টু, ৯৫ ব্যাচের পক্ষে পুস্কার গ্রহন করেন শহিদুল ইসলাম,সামিউল আলম,এমদাদুল হক,আজিজুল ইসলাম রানা, মোসলেম উদ্দিন, আশিক, আশরাফুল, হামিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মতি ও হাফিজুল হক, এবং বিজয়ী দলের নুরহোসেনসহ এফসি দলের খেলোয়াররা। আনন্দ ঘন ও সুষ্ঠ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় খেলাটি। এ খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শক।