মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজ বৃহস্পতিবার নাগেশ্বরী থানার হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের সাথে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিন্নাতারা ইয়াসমিন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার,লিটন চৌধুরী সভাপতি প্রেসক্লাব নাগেশ্বরী, ওমর ফারুক সভাপতি নাগেশ্বরী প্রেসক্লাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম উপজেলা কো-অর্ডিনেটর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, বিবেকানন্দ বিশ্বাস, শফিকুল ইসলাম,ইউনিয়ন ফ্যাসিলিটেটর, মাহিফ সালমান টেকনিক্যাল অফিসার প্রমুখ।