নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ২০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি-বাচ্চু পরিবহনের একটি বাসের ধাক্কায় কুড়িগ্রাম জজকোর্টের মহরী মোঃ সাত্তার মুহুরী (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বাড়ি ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। মোঃ সাত্তার মুহুরী প্রতিদিনের ন্যায় কুড়িগ্রাম কর্মস্থলে বাড়ি থেকে রওনা দেন। চড়াইখেলা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি তাকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নাগেশ্বরী থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ। পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।