নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও
পরিবার সূত্র জানায় ২৮এপ্রিল রোববার উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া
(ব্যাপারীটারী) এলাকার মৃত আছর উদ্দিন ব্যাপারীর ছেলে আব্দুস সালাম ব্যাপারী
সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী এক বাড়িতে গাছের ডাল কাটতে যায়। গাছের
ডাল কাটার সময় বিদ্যুতের তাড়ে শক লেগে নিচে পিচঢালা রাস্তায় পড়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপরে নাগেশ্বরী থানার ওসি (ভারপ্রাপ্ত)
নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে একটি ইউডি মামলা হয়েছে।