নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্মানাধীন ব্রীজের খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারা নির্মাণাধীন ব্রিজের খাল থেকে এ মরদেহ উদ্ধার করেন তারা। স্থানীয়রা জানায়, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাচলার সময় হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় পথচারীরা। পরে ট্রিপল নাইনসহ নাগেশ্বরী থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের পরিচয় সনাক্ত হয়। লাশের পরিচয়ে জানাগেছে সে ফুলবাড়ি উপজেলার পানিমাছকুটি গ্রামের আব্দুল খালেক ওরফে খেলাডু। সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে বলে তার আত্মীয় স্বজনরা জানায়।স্থানীয় মফিজের মোড়স্থ কাজম আলী (৪৫) নামের স্থানীয় এক দোকানদার জানায় ওই ব্যাক্তি তার দোকান থেকে গতকাল সন্ধ্যার দিকে ১০ টাকা দামের একটি পাউরুটি কিনে খায়। পরে কোথায় গেছে জানেন না তিনি। সকালবেলা মানুষের ছোটাছুটি ও ভিড় দেখে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই ব্যক্তির মরদেহ পরে আছে। তবে তাকে চেনেন না তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার জানায় ঘটনাস্থলে গিয়ে দেখেন অপরিচিত এক ব্যক্তির মরহে পরে আছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মোঃ নবীউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিচয় সনাক্তের পর স্বজনদের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।
।