নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল বিকাল অানুমানিক ৫ ঘটিকার সময় ভাগ্নের হাতে মামা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের সঠিবাড়ী গ্রামে। একই গ্রামের অাজিমুদ্দিনের পুত্র শাহিনুর (ভাগিনা) ও হুচন অালীর পুত্র নুর ইসলাম ২৮ উভয় গ্রাম সঠিবাড়ী জমি জমা নিয়ে বিরোধ চলে অাসছিল। ঘটনার এক পর্যায়ে গত কাল নুর ইসলাম জমির ভাঙ্গা অাইল ঠিক করতে গেলে ভাগিনা শাহিনুরের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে শাহিনুরের হাতে থাকা কোদাল দিয়ে নুর ইসলামকে কোপ দিলে নুর ইসলাম ঘটনা স্থলে পরে যায়, পরে তাকে চিকিৎসার জন্য রংপুর সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত ঘটে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি মামলা হয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।