আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক মানে মরণ বিষ, তবে কেন মাদক নিস!’ স্লোগান নিয়ে নাগেশ্বরী উপজেলা শাখা মাদক মুক্ত সমাজ এর আয়োজনে ১৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় একটি মাদক বিরোধী র‌্যালি উপজেলার রামখানা ইউনিয়নের রামাখানা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে ভারত সীমান্তবর্তী রামাখানা ইউনিয়নের প্রায় ৩ কি.মি. সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে রামখানা বাজারে সবাই সমাবেশে মিলিত হয়। মাদকমুক্ত সমাজ, নাগেশ্বরীর আহ্বায়ক রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালণায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদক মুক্ত সমাজ এর প্রতিষ্ঠাতা সভাপতি কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাবেক প্রশাসক অব. জেণারেল আমসা আ আমিন, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম সরকার, নাগেশ্বরী থানার এস.আই সারোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টিও সদস্য সচিব, আ.ম.প. আনিছুর রহমান, বনিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল নাগেশ্বরী কলেজের প্রভাষক-রেজাউল করিম রেজা, রামখানা ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন, ইস্ট রামখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রিয়াজুল ইসলাম, নাখারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহিন কবির মন্ডল, আশার আলো পাঠশালার পরিচালক বিশ্বজিৎ বর্মণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *