মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষক সমিতি নাগেশ্বরী শাখার উদ্দ্যোগে সকল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহম্দে মাছুমের নিকট স্বারক লিপি জমা দিয়াছে। আজ ৫ ফ্রেবুয়ারী শিক্ষক দিবস উপলক্ষে স্বারক লিপির মাধ্যমে এ দাবী জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি কে এম আনিছুর রহমান,সাধারণ সম্পাদক নুর ইসলাম মিয়া,নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুবল পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফি,রিয়াজুল ইসলাম,আজিজুল ইসলাম,শহিদুল ইসলাম, নাজির হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।