কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে সন্তোষপুর ইউনিয়নের গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মা সমাবেশে বিভিন্ন বয়সের মায়েরা তাদের শিশুদের নিয়ে উপস্থিত হয়ে মা সমাবেশ কে সাফল্যমন্ডিত করে। ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় মা সমাবেশে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ ইফতেফারুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হাসান আলি, স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার আলী। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য বিভাগের টিএইচও ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানায় – গ্রামীণ জনপদের মায়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে নিয়মিত মা সমাবেশ করা হচ্ছে।