নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ক- তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের পুনঃ যাছাই বাছাই এর নিমিত্তে ৩সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মতি (সাবেক কমান্ডার) ও নুর মোহাম্মদ নুরু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ মাছুম নির্বাচিত হন। উপজেলার প্রায় ২৫০জন গেজেটভুক্ত ভাতাভোগী মুক্তিযোদ্ধার উপস্থিতিতে উক্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনে জেলা প্রশাসক ও সমাজ সেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬১ তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠনে অনুমোদন দেয়া হয়। বিগত ২০১৭ সালে কেন্দ্রিয় প্রতিনিধি ওসমান গণির বিরুদ্ধে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা যাছাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠায় কার্যক্রম স্থগিত এবং সে সময়ের কমিটি ভেঙ্গে দেয়া হয়।