নাগেশ্বরী থেকে মোঃ মসলেম উদ্দিন: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল ২৪ জুন/২০২০ মুসলিম এইড বাংলাদেশ কর্তৃক করোনা দুর্যোগ কালিন সময়ে সাহায্যের হাত বারিয়ে দিয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে । বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,অালু,মাস্ক ও সচেতনতামূলক লিফলেট দেয়া হয়। বিতরেনর সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোস্তফা জামান,উপজেলা পরিষদ নাগেশ্বরী,মোঃ তাজুল ইসলাম রিজিওনাল এ্যাকাউন্টেন্ট এন্ড এম,অাই,এস অফিসার রংপুর, মোঃ মমিনুল ইসলাম শাখা ব্যবস্থাপক নাগেশ্বরী,মোঃ অাবুল হোসাইন এস,পি,এস,মোঃ নুরুজ্জামান প্রোগ্রাম সুপারভাইজার সহ সাংবাদিক মোঃ মসলেম উদ্দিন প্রমুখ।