আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার ব্যাপরী হাটের মৃত খায়রুল শেখের ছেলে আব্দুল মোত্তালেব (৩৫), উত্তর ব্যাপারী হাট গ্রামের শামছুল হক ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারী (৩০), পৌরসভার মাছুরখামার গ্রামের ইব্রাহীম আলীর পুত্র সোহেল রানা (৩২) ব্যাপারী হাট থেকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কে দ্রুতগতিতে রায়গঞ্জে যাচ্ছিল। এ সময় পাথারী মসজিদ নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা লেগে সকলেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল মোত্তালেব। এলাকাবাসী গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসলে সেখানে সোহেল রানা মারা যায়। অবস্থার অবনতি ঘটলে সুজন ব্যাপারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় পাশাপাশি তিন গ্রামের একই সঙ্গে ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।