বিপুল রায় -স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন হয়েছে এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য রেলি করেছে নাগেশ্বরী মৎস্য অফিস। নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে মঙ্গলবার ২৫/০৭/২৩ সকাল ১০ টায় উপজেলার হলরুমে আলোচনা সভা ও রেলির মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ০১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান নান্টুসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্যজীবীরা উক্ত আলোচনা সভা ও রেলিতে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান বলেন যে সরকার মৎস্যজিবীদের জন্য যেটা উদ্যোগ নিয়েছে সবটুকুই সেবা আপনারা পাবেন, আপনাদের আপদে বিপদে সবসময় আমরা পাশে আছি।