মসলেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলবাড়ী রোর্ডে বালাটারী জোড়া ব্রীজ সংলগ্ন ধানক্ষেত থেকে মোঃ রাজা মিয়া(৩৫)নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৯ অক্টোবর সকাল ৬টার সময় এলাকার লোকজন রাস্তা দিয়ে হাটার সময় বালাটারী গ্রামের জয়নাল মিয়ার ধানক্ষেতে এক যুবকের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন নেতৃত্বে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ওসি জানান কুড়িগ্রামের হলোখানা এলাকার আবুল হোসেনের পুত্র মৃত: রাজা মিয়া। মৃত রাজা মিয়ার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত রয়েছে।