নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এটুআই প্রগ্রাম নির্দেশিত উদ্ভাবনী উদ্যোগের আলোকে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। “জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার শিয়ালকান্দা উচ্চ বিদ্যালয় হলরুমে ৩০ জন যুবক ও যুব মহিলার মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস। উপজেলা যুব উন্নয়ন অফিসার মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি, ক্রেডিট সুপার ভাইজার আব্দুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান হৃদয় প্রমুখ।