নাগেশ্বরী, প্রতিনিধি:
নাগেশ্বরীতে দুর্নীতি ও তার প্রতিকার বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য। সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু হয় দুর্নীতি ও তার প্রতিকার বিষয়ে রচনা প্রতিযোগিতা। দুপুর ১টায় বিতর্ক উৎসব। বিকেল ৪টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুব্রত ভট্টাচার্য। এ সময় প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মুকুল চন্দ্র সরকার ও কীর্ত্তিকা সেন বিল্টু প্রমুখ।