মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীর বিসমিল্লাহ মার্কেটের রজনী কসমেটিক্স এন্ড থাই কলেকশনে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গত বৃহঃবার গভীর বিদ্যুতের সর্ট সার্কিট হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরলে দোকানের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়। সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। রজনী কসমেটিক্স এন্ড থাই কলেকশনের প্রোপাইটর মোরশেদ আলম রেজা বলেন প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পর এ অগ্নিকান্ড ঘটে। দোকানে কসমেটিক্স ও থাই কালেকশনের প্রায় ২০লাখ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় পার্শ্ববর্তি দোকানের কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায় নাই।