মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে লকডাউন সফল করতে ও বাধ্যতা মূলক মার্স্ক ব্যবহারে কঠোর অবস্থানে নাগেশ্বরী থানা পুলিশ,বিজিবি ও উপজেলা প্রশাসন। লকডাউন না মানায় ৬জনকে জরিমানা। আজ লকডাউনের ৩য় দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নাগেশ্বরীর প্রধান প্রধান শহর গুলোতে পুলিশ টহল জোরদার, বিজিবির কঠোর নজরদারী ও বিভিন্ন স্থানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহম্মেদ মাছুম মোবাইল কোট পরিচালনা করছেন। এ সময় নাগেশ্বরী বাসষ্ঠানে নাগেশ্বরী থানার অফির্সাস ইনচাজ মোঃ রওশন কবির নিজেই মাইকিং করে জনগনকে যেখানে সেখানে অযথা ঘুরাফেরা না করার জন্য আহবান জানান, এ আদের্শ না মানলে তাদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হবে বলে সর্তক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লকডাউন না মানায় ৬জন পথচারীকে দুই হাজার সাতশত টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন নির্বাহী কর্মকতা নুর আহমেদ মাছুম।