কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শত প্রতিকূলতার মাঝেও জ্ঞানের আলো ছড়াচ্ছে রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। দেশ স্বাধীনের পূর্বে এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টার ১৯৫৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। রায়গঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের পড়ালেখার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচিতি পেয়েছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ব্যাপক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অনেক ভাল ফলাফল বয়ে আনছে। শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা সবক্ষেত্রেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছে। চারতলা বিশিষ্ট একটি বহুতল ভবন না থাকার কারণে শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী সবার প্রিয় শিক্ষক মোঃ সোহরাব হোসেন দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। এমপিওভুক্ত শিক্ষকরা সংখ্যা ১৫ জন এবং নন এমপিওভুক্ত শিক্ষক সংখ্যা ৩ জন। অফিস সহকারি একজন ও অফিস সহায়ক একজন রয়েছে। দেশ স্বাধীনের পূর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে ভবনটির তৈরি করা হয়েছিল। তা এখন পরিত্যাক্ত ভবন হিসেবে ঘোষণা করা হয়েছে। জরুরী ভিত্তিতে শিক্ষার্থীদের সুবিধার্থে একটি নতুন বহুতল চারতলা ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। সেইসাথে বিদ্যালয়ের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ এখন সময়ের দাবি। রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মাওলানা মোঃ আব্দুল হক দায়িত্ব পালন করছেন। বিভিন্ন বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন জানায়, শিক্ষার্থীদের পাঠদান এর ক্ষেত্রে শিক্ষকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জ্ঞানের আলোয় আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ্য। একটি চারতলা বহুতল ভবন বিদ্যালয় নির্মিত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। সরকারের বিভিন্ন দপ্তরে আমরা ইতিমধ্যে সমস্যার কথা তুলে ধরেছি।