মসলেম উদ্দিন,নাগেশ্বরী(কুড়িগ্রা) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহীদ সাফাত নামের একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। দাবি উঠেছে কাচা সড়কটি পাকাকরণের। সোমবার উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর আদর্শপাড়া গ্রামে শিক্ষক সুলতান মাহমুদ শাহিনের নেতৃত্বে এবং “আদর্শপাড়া নবজাগরণ ফাউন্ডেশনের সৌজন্যে এ সময় প্রথমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক একেএম তানজিমুল ইসলাম কিরণের সভাপতিত্বে আল-আমিন বিশ্বাসের সঞ্চালণায় এবং সাহাজুল ইসলামের তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ব্যাপারী, সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক দুদু, সুলতান মাহমুদ শাহিন, সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তা, ব্যবসায়ী শামসুল আলম, আজিজুল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের সময় পাক হানাদের হাতে জীবন দেয়া শহিদ সাফাত উল্লাহ হত্যার বিচার আজও হয়নি। আজকের প্রজন্ম তাকে ভুলে গেছেন। অথচ একাত্তরের মুক্তিযুদ্ধে তার রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা লাভ করেছি। তাই তার স্মৃতিকে ধরে রাখতে এ অঞ্চলের সড়কটিকে তাঁর নামে নামকরণ করা হয়েছে। বক্তারা আক্ষেপ করে আরও বলেন, স্বাধনিতার প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেলেও এই অঞ্চল আজও অবহেলিত, সুবিধাবঞ্চিত। এই অঞ্চলের উন্নয়ন আজও ধোঁয়াশায়। কাররোরই নজর নেই এখানে। কেউ নজর দেয়নি জনগুরুত্বপূর্ণ এই বেহাল কাচা সড়কের দিকে।

অথচ এই রাস্তা দিয়ে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণ চলাচল করেন। বিগত এবং বর্তমান সংসদ সদস্যসহ বিভিন্ন জনপ্রতিধিদের কাছে ধর্না দিলেও রাস্তাটি পাকাকরণে কেউ উদ্যোগ নেইনি। আমাদের কষ্টের সীমা নেই তবুও যেনো দেখার কেউ নেই। তাই অবিলম্বে এই সড়ক পাকাকরণের দাবি জানান স্থানীয়রা। আলোচনা শেষে শহিদ সাফাত সড়কের নাম ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন