নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিনঃ

নাগেশ্বরীতে শিক্ষা ফাউন্ডেশনের উদ্দোগে শিক্ষা স্বপ্ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধববার উপজেলা প্রশাসন স্কুল মাঠে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে সকাল ১০ টায় শুরু হয় প্রথম পর্ব। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগেরব ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তফা জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, †জেলা শিক্ষা সমিতির সভাপতি আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস.এম শাহ আলম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দীন, প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমান, শহিদুল ইসলাম, ব্যবসায়ী খায়রুল আলম প্রমুখ। বিকাল ৩ টায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এতে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় ব্যবসায়ী হারিসুল বারী রনি, রত্নগর্ভা মা কদরভান বিবি, আদর্শ শিক্ষক আব্দুস সাত্তার, আত্মপ্রত্যয়ী কর্মজীবি নারী স্বপ্না রানী, মাইক্রোসফটের ব্রান্ড এ্যাম্বাসেডর ফাতেমা খাতুনসহ অবসরপ্রাপ্ত ১১ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ফুলেল সংবর্ধনা দেওয়া হয় এসএসসি, জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মোসলেম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *