নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নাগেশ্বরী পৌর শহরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও নাগেশ্বরী থানার একটি টিম। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়ায় বাসস্ট্যান্ডের শাহ-আলম পাটোয়ারির হোন্ডা শোরুমের ৩ হাজার টাকা, শহিদুল ইসলামের ইলেট্রিকের দোকানের ১ হাজার টাকা, কাজী মার্কেটের বিস্মিল্লাহ টাইলসের ২ হাজার টাকা, আব্দুল আউয়ালের বস্ত্রালয়ের ৩ হাজার টাকা, কলেজ মোড়স্থ নবাব উদ্দিনের নবাব ফাস্ট ফুডে ২ হাজার টাকা, ও শাহালমের বেকারির দোকানে ৩শ টাকাসহ ৬টি দোকানে মোট ১১ হাজার ৩শ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম। এ সময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, এসআই মাসুদ রানা, এএসআই অলেশ্বর চন্দ্র, ভ্রাম্যমান আদালতের পেশকার নিহার রঞ্জন ব্যানার্জি প্রমুখ।