কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারী জায়গা দখল করে বসতভিটা করাসহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে হাসনাবাদ ইউনিয়নের স্কুলের হাট গ্রামের মৃত ফজলুল হক বিএসসির ছেলে রায়গঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ফয়জুল হকের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে দিঘ্যদিন হইতে পরপর কয়েকবার একি সাথে দুটি স্কুল কমিটির সভাপতির দ্বায়িত্ব নিয়ে নিজের লোকজনকে নিয়োগ দিয়ে পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে নিয়ম নীতি তোয়াক্কা না করে স্কুলের সরকারী বইবিক্রীসহ নিজে এবং তার আত্মীয়দের মাধ্যমে সরকারী জায়গা দখলসহ বিভিন্ন অনিয়ম ও র্দুনীতির সাথে জড়িত থাকায় ক্ষিপ্ত স্কুল কমিটির সদস্য,অভিভাবক ও স্থানিয়রা ।