নয়ন আহমেদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি#
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাম্প্রতিক জঙ্গী কর্মকান্ড এবং পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা সভাকক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম।
এ সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আফজালুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল সনাতন চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মতলুবুর রহমান খান শফি, সদস্য সচিব রাশেদুজ্জামান বাবু, নাগেশ্বরী কমিটির আহ্বায়ক সফিকুল বারী জিন্নাহ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল আলম ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা জঙ্গী প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।