নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু এবং ওই ইউনিয়নের নারী সদস্য ফরিদা পারভীনের স্বামী আবু হানিফকে হিরোইনসহ আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রামখানা ইউনিয়নের দীঘিরপাড় ফেরেস্তার পাঠ থেকে তাদের আটক করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জাকির উল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় তারা হিরোইন নিয়ে যাচ্ছে। পরে অভিযান চালানো হয়। মোটর সাইকেলের সিটের ভিতরে .০৭৫ গ্রাম হিরোইন পাওয়া যায়। বুধবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।