বিপুল রায় – স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্রই আমরা, এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সন্তোষপুর ইউনিয়নের বোডেরহাট উত্তমখানা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৬৪ জন পুরুষ মহিলার উপস্থিতিতে ট্রেনিং কোর্সটি চলমান রয়েছে।

ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা জাহান, এবং তিনি প্রশিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। উক্ত ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক বিপ্লব কুমার পালের সাথে কথা বললে তিনি জানান এই প্রশিক্ষণের মাধ্যমে দেশসেবা আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি হবে এবং তারা বাহিনীর সদস্য হবে জাতীয় দূর্যোগে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার রাজেন চন্দ্র সরকার, টিআই বিপ্লব কুমার পাল, ভিডিপি কমান্ডার আঃ খালেক,আবুল কাসেমসহ অনন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *