নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা: গেশ্বরীতে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত আড়াইটায় উপজেলা সন্তোষপুর নিলুরখামার ব্যাপারীটারী চরুয়াটারী গ্রামের বাঁশঝাড়ে তিন তাসের জুয়া খেলার সময় একই এলাকার আক্কাছ আলীর ছেলে ফারুক হোসেন (২৪), আবু বকর সিদ্দিকের ছেলে আজিজুল হক (৩৩), নছিমুদ্দিনের ছেলে মনছুর আলী (৪২), মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৯), আব্দুল খালেকের ছেলে মোফাজ্জল হোসেন (৩০), কলে মামুদের ছেলে আব্দুল খালেক (৩৬) কে আটক করা হয়। নাগেশ্বরী থানার এসআই সারোয়ার পারভেজ জানান ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১/৪ ধারায় শুক্রবার আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।