নাগেশ্বরী প্রতিনিধি# কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ কলেজ মোড় থেকে ৭ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে এস. মাসুদের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রনে অভিজান চালিয়ে ২ব্যক্তিকে আটক করেছে।
অাটককৃতরা হলো নাগেশ্বরী পৌরসভার মনিরচরের মাহবুবের পুত্র অাজিজুল ২৫, গোলজারের পুত্র এমদাদুল।
:
এ ব্যাপারে থানার তদন্ত ওসি পলাশ চন্দ্র জানায় মাদক অাইনে মামলা করে অাসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।