নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতনিধিি , ০৮.০৬.২০১৮
নাগেশ্বরীতে ৭ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই ইসমাইল হোসেন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রিটারী গ্রাম থেকে তমিজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪৫) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান আটক সাইদুল ইসলামকে মাদক মামলায় শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।