স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিক্সায় বিশেষ কায়দায় ৯২ বোতল ফেন্সীডিল পরিবহনের সময় সোমবার রাত আনুমানিক ১০.৪৬ ঘটিকার সময় সন্তোষপুর ইউনিয়নের নাগেশ্বরী ফুলবাড়ীগামী সড়কের মফিজের মোড় নামক ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের টহল দল ফুলবাড়ী অনন্তপুর ঘুগুরহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছয়ফুল ইসলাম ( ৪৮) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।