মোঃ মসলেম উদ্দিন,কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাডমিন্টন খেলার মাঠের প্যান্ডেল ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবদ্ধনেরকুটি হাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মামাভাগ্নে ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্টের অায়োজন করে।
গত ৫ জানুয়ারী/২০২১ তারিখে টুর্নামেন্টের উদ্ভোধনী খেলার পর ওইদিন গভীর রাতে কিছু দুষ্কৃতকারীরা প্যান্ডেল ভাংচুর,বৈদ্যুতিক তার ও বাতি ভাংচুর করে। শুধু তাই নয় প্যান্ডেলের পর্দার কাপর কেটে তাতে অংগ্নি সংযোগ করে।
উদ্বোধনী খেলার উদ্বোধক ছিলেন মোস্তফা জামান,চেয়ারম্যান উপজেলা পরিষদ নাগেশ্বরী। টুর্নামেন্টটি অায়োজন করে ফকিরের হাট সাত রং স্পোর্টিং ক্লাব। উদ্দোক্তা হিসাবে স্কুল ছাত্র ইয়াছির অারাফাত বাপ্পির প্রচেষ্টা সহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যাক্তিদের সাহসিকতায় খেলাটি অনুষ্ঠিত হয়েছিল।
স্থানীয়দের ধারনা এলাকার দুষ্কৃতকারীরা এই অপকর্মটি করতে পারে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করে।
এ ব্যাপারে রিয়াজুল হক বাদি হয়ে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবির বলেন বিষয়টি তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।