নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ঘরে ঘরে বিদ্যুতায়ন জাতীর জনকের স্বপ্ন পুরণ এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ সংযোগ জন্য যার লট নম্বর ১৭/১০৮৮,প্রায়২/৩শত জন গ্রাহকের কাগজপত্র জমা দেওয়া হলেও কচাকাটা অফিসের খোরশেদ আলম ও ভুরুঙ্গামারীর এজিএম কম নুর আলমের কারনে সরকারের এই মহৎ উদ্দ্যোগ ভেস্তে যাচ্ছে।
অভিযোগ রয়েছে লাইন টেকনিশিয়ানের সাথে এজিএম কম এর যোগ সাজসে অফিসে পরিদর্শন রিপোর্ট সই করেন। কিন্তু ওয়ারিং পরিদর্শক রফিকুল ইসলাম কাগজে পরিদর্শন কাগজ সহি স্বাক্ষর করিলে সেই কাগজে এজিএম কম সেই কাগজে স্বাক্ষর করিতে অনিহা প্রকাশ করে। উক্ত রিপোটের্র কাগজপত্র ও অন্যান্য পরিদশর্কের বা গ্রাহকের স্বাক্ষর করার জন্য মোটা অংকের টাকা দাবী করে খোরশেদ আলম সহ ভুরুঙ্গামারীর এজিএম কম নুর আলম । এতে গ্রাহকরা টাকা দিতে অস্বীকার করায় তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেনা। অপরদিকে ভুরুঙ্গামারীর এজিএম কমের দূনর্ীতির কারনের শতভাগ বিদ্যুৎতায়নের কাজের মুখ থুবরে পড়েছে। ফলে কচাকাটার পূর্ব খামার গ্রামের গ্রাহকরা সংশ্লিষ্ট কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।