মোঃ মসলেম উদ্দিন
কুড়িগ্রাম নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার নারায়ণপুর, কচাকাটা,নুনখাওয়া ইউনিয়নে শত শত একর জমিতে ভুট্টার চাষ হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে তুলনা মুলকভাবে চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষের প্রতি বেশি আগ্রহী হয়েছে। গাছে গাছে ভুট্টার মোছা বা কলার আকার দেখেই কৃষকের মনে হাসির ঝলক দেখা যায়।
নারায়নপুরের কৃষক রফিকুল ইসলাম জানায় নিজ উদ্যেগেই ৫বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে কোন সাহায্য সহযোগিতা না পেয়েই আমরা ভুট্টা চাষের ভালো ফলনের আশা করছি।
সার,বীজ এবং কিট নাশক ঔষধের দাম অনেক বেশি হওয়ায় আমরা ফসল ফলানোর জন্য হিমসীম খাচ্ছি। কৃষি অফিসের সহযোগিতা পেলে আমরা আরও ব্যাপক হারে ভুট্টা চাষ করে সরাকারের লক্ষমাত্রায় পৌছাতে পারতাম।
জানাগেছে নারায়নপুরের চরে অসংখ্য কৃষক ভুট্টা চাষ করলেও তাদের নাম উপজেলা কৃষি অফিসের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এ ব্যাপারে নারায়নপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে বিষয়টি এরিয়ে যায়।
দেশে ভুট্টার চাহিদা যথেষ্ট থাকলেও রাস্তাঘাটের সমস্যার কারনে চরাঞ্চলের কৃষক দাম নিয়ে সঙ্কায় আছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকগণ বাম্পার ফলনের আশা করছেন। কৃষকগণ বলেন ভুট্টা চাষের ফলে জমিতে আগাছা কম হয় এবং ভুট্টার গাছ জালানী হিসাবে ব্যবহার হয়, এছাড়াও গো খাদ্য হিসাবেও ভুট্টার চাহিদা অপরিসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন