নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১ টায় উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ইসলামপুর এলাকায় দুধকুমার নদ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মামুন উল হক জানান, মরদেহটি দুধকুমারের উজান থেকে ভেসে এসে রবিবার ভোর ৬ টায় বেরুবাড়ী ইসলামপুর এলাকায় স্লুইসগেটে আটকে যায়।
খবরটি জানাজানি হলে এলাকাবাসী মরদেহটি দেখতে ভীড় জমায়। তবে কেউই তাকে চিনতে পারেনি বলে নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা। ধারনা করা হচ্ছে এটি ভারত থেকে স্রোতের টানে ভেসে এসেছে। পরে সেখান থেকে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি জানতে চাইলে নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।