নাগেশ্বরী, প্রতিনিধি:
নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে নেওয়াশী জাগরনী বালিকা বিদ্যা বীথি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও আরডিআরএস বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের শপত পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম। নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুমসহ বক্তব্য রাখেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, নেওয়াশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান মুকুল, প্রধান শিক্ষক মফিজুল হক সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুল্লাহ, বিবিএফজি উপজেলা কো অর্ডিনেটর তারিক আজিজ, ইউএফ মনোয়ারা খাতুন প্রমুখ। সন্ধ্যা পর্যন্ত চলে বাল্যবিয়ের কুফল নিয়ে নাটিকা।
মোঃ মসলেম উদ্দিন