বিপুল রায়,স্টাফ রিপোর্টার এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকার মধ্যস্থতাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় নামক গ্রামে।জানাগেছে উক্ত গ্রামের আধ্যাতিক গায়ক ও স্বভাব কবি শ্রী রাধাপদ রায়ের পুত্র শ্রী যুগল চন্দ্র রায়ের সাথে একজনের টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। লেনদেনের মধ্যস্থতা করেন পার্শ্ববর্তী জামতলা নামক গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম ও কদুর রহমান। টাকা পয়সা লেনদেনের ঘটনা নিস্পত্তি হলেও ৫শ টাকার লেনদেন নিয়ে রফিকুল ইসলাম ও কদুর রহমানের সাথে মতানৈক্যের সৃষ্টির এক পর্যায়ে রাধাপদ রায়কে দেখে নেয়ার হুমকি দেয় উক্ত সন্ত্রাসী রফিকুল ও তার ভাই কদুর রহমান। এদিকে গত ৩০ সেপ্টেম্বর শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার সময় শ্রী রাধাপদ রায়(৮০) বাড়ির নিকটবর্তী একটি নালায় মাছ ধরতে গেলে পুর্বের শত্রুতার জের ধরে রফিকুল ইসলাম ও কদুর রহমান আকস্মিকভাবে হামলা চালায় রাধাপদ রায়ের উপর। এসময় বাঁশের লাঠি দিয়ে বেদম মারপীট করে মারাত্মক আহত করে রাধাপদ রায়।বৃদ্ধের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পর সন্ত্রাসী রফিকুল ও কদুর রহমান পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রাধাপদ রায়ের পুত্র শ্রী যুগল রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি দায়ের করার পর ওসি আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন। এদিকে থানায় অভিযোগ করায় রফিকুল ও কদুর রহমান সংখ্যালঘু পরিবারটির সদস্যদের মামলা প্রত্যাহার করতে বিভিন্ন ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে। নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।