কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয়পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী একে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি এর আগে ৪ বার সংসদ সদস্য হিসেবে ছিলেন। নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে নির্বাচনের শুরুর দিকে লাঙ্গলের প্রচারণা কম থাকায় অনেকটা ঝিমিয়ে পড়েছিল লাঙ্গল। এমতাবস্থায় সন্তোষপুর ইউনিয়নের তরুণ প্রজন্মের আইকন রহিম শেখ হাল ধরে লাঙ্গলের। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে ভোট চায় লাঙ্গলের। লাঙ্গলের উৎসব মুখর পরিবেশ তৈরি করে ফেলে সন্তোষপুর ইউনিয়নে। ভোটারা রহিম শেখের উপর ভিত্তি করে উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট প্রদান করেন লাঙ্গল প্রতীকে। অবশেষে সন্তোষপুর ইউনিয়নে জয় পায় ওই ইউনিয়নে। সেখানে লাঙ্গল প্রতীকের ভোট পায় ৩ হাজার ৬৪৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী পেয়েছে ৩ হাজার ২৩১ ভোট। এতে খুশি ওই ইউনিয়নের লাঙ্গলপ্রিয় ভোটাররা। ওই ইউনিয়নের ৭ নম্বও ওয়ার্ডের আব্দুল কুদ্দুছ বলেন, প্রথমদিকে আমাদের এখানে লাঙ্গলের প্রচারণা তেমনটা না থকালেও পরে রহিশ শেখ ভাইয়ের নেতৃত্বে লাঙ্গলের প্রচারণা জোড়ালো হয়। এভাবে পুরো ইউনিয়নে কাজ করার কারণে আমরা সফল হতে পেরেছি।
এ বিষয়ে রহিম শেখ বলেন, আমাদের প্রিয় নেতা ৪ বারের সফল এমপি মোস্তাক ভাইয়ের লাঙ্গল প্রতীককে জয়ী করতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছি। এছাড়াও তরুণ প্রজন্মকে সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আমাদের প্রিয় নেতাকে জয়ী করতে পেরেছি। এজন্য আমরা অনেক খুশি।