নাগেশ্বরী প্রতিনিধি
সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন অডিটরিয়ামে দিনব্যাপী এ সমাবেশে অন্তত ৬৫ জন সাংবাদিক অংশ নেয়।
সমাবেশের প্রথম পর্বে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, আরটিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুছ চঞ্চল, দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কীর্তিকা সেন বিল্টু, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু প্রমুখ।
এ সময় অতিথিরা সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাদের পেশাগত সততা বজায় রাখার পরামর্শ দেন।
সমাবেশের দ্বিতীয় পর্বে সাংবাদিক জাহিদুল ইসলাম খাঁন জাহিদের সঞ্চালনায় সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *