মসলেম উদ্দিন,নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজারকে ঘুষের দায়ে স্থানীরা অবরুদ্ধ করে রাখে। আজ বৃহস্পতিবার দুপুর ১২.ঘটিকার সময় কর্মস্ংস্থান ব্যাংকে এ ঘটনা ঘটে। জানাগেছে কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার তৌফিকুল ইসলাম ও ব্যবস্থাপক মিজানুর রহমান দির্ঘদিন যাবৎ ব্যবসায়ীদদের নিকট থেকে ঋৃন দেয়ার নামে ঘুষ গ্রহণ করে আসছে। বিষয়টি প্রকাশ পেলে উক্ত গ্রাহকগণ লিখিত অভিযোগ করলেও ম্যানেজার কোন সুরাহা না করে কৌশলে তৌফিকুল ইসলামকে ব্যাংকে বাহিরে পাঠিয়ে দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করেন।
এ ব্যাপারে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ব্যাংক ম্যানেজারকে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে এ ব্যাপারে ম্যানেজার ব্যবসায়ীদের ঘুষের টাকা আগামী ৩০মে রবিবার ফেরত ও লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত রক্ষা পান।