আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী কলেজে জাতীয় বিশ্বদ্যিালয়ের রজত জয়ন্তি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে “শিক্ষা নিয়ে গড়ব দেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২১ অক্টোবর শনিবার সকাল ১১টায় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ হলরুমে মিলিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মনির উদ্দিন, শামসুল আলম, আলহাজ্ব মোহাম্মদ আলী, সফিকুল ইসলাম মন্ডল, আব্দুল বারেক, প্রভাষক খাদেমুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুস সালাম, আজহারুল ইসলাম আল-আমিন, ইউসুফ ইলী, জিয়াউল হক পাপু, রেজাউল করিম রেজা, আসাদুজ্জামান, আজিজুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবু, সেলিম প্রমুখ।