নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাদক মামলার আসামী পলাতকের খবর পাওয়া গেছে। জানা গেছে রামখানা এলাকা হইতে কুড়িগ্রাম সদরের বিজিবি মোড়ের পাশের (হিন্দল) গ্রামের ইসমাইলের পুত্র হামিদুলকে নাগেশ্বরী থানার বিজিবি মাদক সেবী হিসাবে গ্রেফতার করে। পরবর্তিতে নাগেশ্বরী থানায় আসামী হামিদুলকে হস্তান্তর করে। নাগেশ্বরী থানা পুলিশ আসামী কুড়িগ্রাম জেল হাজতে প্রেরনের উদ্দে্শ্যে থানার কনস্টেবল আরিফ ও আশরাফ আসামী নিয়ে কুড়িগ্রাম ঈদগাহ মাঠের পাশে পৌছালে আজ দুপুর আনুমানিক ২.৩০ঘটিকা সময় আসামী হামিদুল দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি। থানার মুন্সি মেজবাকে ফোনে পাওয়া গেলেও ব্যাস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *