নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেবামূলক হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তায় হোসেন আলী (২৫) নামে অপহৃত এক যুবককে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
হোসেন আলী নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে কুড়িগ্রাম সদরের টাপু ভেলাকোপা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি মুন্নি পারভীন পূর্ব পরিচিত হওয়ার সুবাদে যুবক হোসেন আলীকে দেখা করার জন্য রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কুড়িগ্রাম স্টেডিয়ামের সামনে মোবাইলে ডেকে নেয়। এসময় আগে থেকে ওত পেতে থাকা তার সঙ্গীরা জোরপূর্বক হোসেন আলীকে মোটরসাইকেলে তুলে শহরের টাপু ভেলাকোপা এলাকায় নিয়ে যায়।
পরে হোসেন আলীর মামা বেলাল হোসেনের মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে ও শারীরিকভাবে নির্যাতন করে অপহরনকারীরা। বেলাল হোসেন তার ভাগিনা হোসেন আলীকে উদ্ধারে পুলিশের ৯৯৯ নম্বর এবং কুড়িগ্রাম সদর থানা পুলিশের সহায়তা চায়। অপহরণকারীদের বাড়ি কুড়িগ্রাম সদরের তাতীপাড়া ও যতিনেরহাট এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, অপহরনের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এছাড়া হোসেন আলী কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন