নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৫৩ কোটি ১১লক্ষ ৪হাজার ষোল টাকার বাজেট ঘোষনা হয়। সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাত,গুরুত্বপূর্ণ নগর অবঃ উন্নয়ন, কুয়েত সরকার সহায়তা প্রকল্প, নবিদেব প্রকল্প উন্নয়ন সহ বিভিন্ন খাতে গতকাল ২৭মে রবিবার পৌরহল রুমে পৌর মেয়র মোঃ আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরের শহর সমন্বয় কমিটির সভায় প্রাক বাজেট ঘোষনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান,হিসাব রক্ষক কর্মকর্তা একরামুল হক, নবিদেব প্রকল্পের পিটিএল শিরিন সুলতানা, কাউন্সিলর মোঃ মমিনুল ইসলাম ভোলা সহ প্রমুখ।