মসলেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে ৬৬ জন মনোনয়ন পত্র ক্রয় করে ৬৪জন প্রাথর্ী জমা দিয়াছেন। কিন্ত মেয়র পদে স্বতন্ত্র প্রাথর্ী মোঃ ফজলুল হকের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় বর্তমানে মেয়র পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। দলীয় প্রতীক লাঙ্গল পেলেন দুইবারের জাতীয় পার্টির মেয়র মোঃ আব্দুর রহমান মিয়া,ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ ফরহাদ হোসেন সওদাগর ধলু (নৌকা),জাতীয়তাবাদী দল-বিএপির মনোনিত মোঃ শহিদুল ইসলাম (ধানের শীষ)। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত মোঃ রফিকুল ইসলাম (হাতপাখা),মোহাম্মদ হোসেন ফাকু (বিদ্রোহীপ্রাথর্ী) নারিকেল গাছ । কাউন্সিলর পদে ৪৬ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন সহ মোট ৬৩ জন। নাগেশ্বরী পৌরসভার আয়াতন ৪২ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা ৪৬ হাজার ৮শত ৫৮। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৪শত ৭২জন ও মহিলা ভোটার ২৩ হাজার ৩শত ৮৬জন। সকল প্রাথর্ীরা খুলি বৈঠক ও গণসংযোগের পর এবারে প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে শুরু করল প্রচারনা।